কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়
অনলাইনে টাকা ইনকাম করার এতগুলো মাধ্যম আছে যে সব জানলে আপনি অবশ্যই অবাক হবেন। অনলাইনে টাকা ইনকাম করতে হলে অবশ্যই সবার আগে আপনাকে জানতে হবে। বাংলাদেশে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়
এর সঠিক নিয়ম । অনলাইনে টাকা ইনকাম করা এবং কোন ইনভেস্ট ছাড়াই কিভাবে আপনি অনলাইন থেকে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এই সম্পর্কে এই বাংলা ব্লক পোস্টে সকল কিছু লিখা আছে।পেজ সুচপত্রঃ অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়
-
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়
- অনলাইনে ফ্রি টাকা ইনকাম
- টাকা ইনকাম করার সঠিক নিয়ম
-
টাকা ইনভেস্ট না করে অনলাই্নে নতুন ব্যবসা
- অনলাইনে অন্যের পণ্য সেল করে টাকা ইনকাম
- অনলাইনে ফটো বা image বিক্রি টাকা ইনকাম
- Ai দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম
- অনলাইনে যেকোনো পণ্য কিনে বিক্রি করে লাভবান হওয়ার উপায়
- শেষ কথা অনলাইনে টাকায় ইনকাম করার সহজ উপায় উপায়
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার মধ্যে অন্যতম হলো। গুগলের একটি সার্ভিস
ব্লগার। ব্লগার এ নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়মিত বিভিন্ন ধরনের আর্টিকেল
লিখে আপনি পাবলিশ করার মাধ্যমে মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন ।
ব্লগারে অ্যাকাউন্ট করার পরে অবশ্যই আপনাকে একটি ভালো ডোমেইন নাম বাছাই করতে
হবে। আপনি যদি বাংলাদেশের কোনো প্রডাক্ট নিয়ে পোস্ট করেন তাহলে অবসশই
(.com) ইক্সটেনশন টি আপনার জন্য সব থেকে বেস্ট ।
এই ভাবে ব্লগের কাজ করে এখন বাংলাদেশে অনেক স্টুডেন্ট থেকে শুরু কর্মজিবি সব
ধরনের মানুষ প্রতি মাস এ লাক টাকা পর্যন্ত ইনকাম করছে । তাই এই উপায় টি আপনার
জন্যে সব থেকে সহজ এবং সূুবিধাজনক হতে পারে ।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার ১৫ টি সহজ উপায়
আপনার নিজস্ব কোন যদি দোকান বা শপিংমল থাকে সেই শপিংমল কিংবা দোকানের যে কোন
পণ্য আপনি চাইলে ই-কমার্সের মাধ্যমে অনলাইনে বিক্রি করতে পারেন।
আপনি কমার্স ব্যবসায় আপনার ভোগান্তি কমাবে এবং কাস্টমারকে নিয়ে আসতে সাহায্য
করবে এতে আপনার সেল অনেক বেশি বাড়বে। ই-কমার্স ব্যবসা করার সুবিধা হল আপনার
শপিংমলের কোন সার্ভিস ম্যান ছাড়াই আপনার পণ্যটি পুরো দেশ জুড়ে দেখতে পাচ্ছে
এবং সবাই অর্ডার করতে পারছে।
এই সকল স্টেপগুলো আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠানে অনেক কাজে আসবে এবং অনলাইন
থেকে সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় এর একটি ধারণা আপনার মধ্যে নিয়ে আসবে
।
অনলাইনে ফ্রি টাকা ইনকাম
অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার জন্যে অনেক সাইট আছে । যেমন দারাজ, বিক্রয় ডটকম এই
ধরনের অ্যাপ থেকে আপনি তাদের পণ্য বিক্রয় করে দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে
পারেন ।
ফ্রিতে টাকা ইনকাম করার জন্য কিছু ওয়েবসাইট মাঝেমধ্যে আসে সেগুলো কখনো কাজের না
। কয়েকদিন আপনাদেরকে দিয়ে অনেকগুলো ভিডিওর অ্যাড দেখিয়ে নিবে নিয়ে সেই
কোম্পানি নিজের স্বার্থ হাসিল করবে কিন্তু আপনি সেই এড গুলো দেখে কোন পেমেন্ট
পাবেন না।
ফ্রিতে টাকা ইনকামের জন্য অনলাইনে সবচেয়ে সহজ এবং বিশ্বস্ত সাইড হচ্ছে ব্লগার ।
যেখানে একাউন্ট করার পরে আপনি আপনার নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং
ঠিকঠাক আর্টিকেল লিখে পাবলিশ করার মাধ্যমে মাসে ঘরে বসে লাখ টাকার উপর ইনকাম করতে
পারেন।
ফ্রিতে ইনকাম করার আরো অন্য প্রসেস রয়েছে যেমন facebook অ্যাকাউন্টে মার্কেটিং
করে ইনকাম করা যায় । ইউটিউব একাউন্ট করে youtube চ্যানেল থেকে ইনকাম করা যায়। এ
ধরনের ইনকাম গুলো সাধারণত ফ্রি হয়ে থাকে আপনি কিছু ভিডিও আপলোড করে এই ধরনের
সোশ্যাল মিডিয়া থেকে ফ্রিতে ইনকাম করতে পারেন।
টাকা ইনকাম করার সঠিক নিয়ম
অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক ধরনের নিয়ম রয়েছে। তাই আপনি কখনও অনলাইন থেকে
ইনকাম করতে গেলে একরকম নিয়ম শিখে কাজ করতে পারবেন না।
অনলাইনে অনেক ধরনের কাজ আছে কিন্তু সবাই কাজ করে তাও টাকা ইনকাম করতে পারেন এর
কারণ হলো তার একটি সঠিক গাইডলাইট নাই তো আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান সবার
আগে আপনার দরকার একটি ভালো গাইডলাইন ।
অনলাইনে কাজ আপনি যখন শিখবেন তখন অবশ্যই দেখে নিবেন আপনি যে ব্যক্তির কাছে শিখছেন
কিংবা যে প্রতিষ্ঠানে কাজটি শিখছেন সেই প্রতিষ্ঠান অনলাইনে কাজ করে কতটুক অর্থ
উপার্জন করতে পেরেছে ।
তার স্কিল কেমন তার স্কেলের ওপরে এবং তার দক্ষতার উপরে তার সাকসেস এর উপরে
ডিপেন্ড করে আপনার ইনকামের নির্ভরতা। আপনিও অনলাইনে ইনকাম করে মাসে লাখ টাকা
পর্যন্ত ইনকাম করতে পারেন তবে শর্ত হচ্ছে সঠিক একটি গাইড লাইন আপনি কার কাছে
শিখছেন এবং আপনাকে কি শিখাচ্ছে মূলত এটাই ডিপেন্ড করছে আপনার ইনকাম হওয়ার উপরে
।
টাকা ইনভেস্ট না করে অনলাই্নে নতুন ব্যবসা
কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইনে যে ধরনের ব্যবসা করা যায়। তার মধ্যে
সবচেয়ে সহজ হল ড্রপ শিপিং
ড্রপ শিপিং এমন একটি ব্যবসা যেখানে আপনি অন্যের পণ্য বিক্রি করে প্রতি মাসে একটি
হ্যান্ডসাম ইনকাম করতে পারে ।
ড্রপ শিপিং মূলত কোনো একটি কোম্পানির পণ্য বা সেবা আপনি তাদের হোলসেলের মাধ্যমে
বিক্রি করে দিবেন সেখান থেকে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন যেটা আপনার একদম ফ্রিতে
ইনকাম এই ব্যবসায়ী কোন প্রকার ইনভেস্টমেন্ট করতে হয় না এবং এই ব্যবসায়ী কোন লস
এর আশঙ্কা নেই।
এই ব্যবসায়ী সাধারণভাবে প্রথম মাসে আপনার ইনকাম কিছু অংশ কম হবে তার কারণ আপনি
প্রথমে বুঝে উঠতে পারবেন না অন্যের পণ্য আপনি কিভাবে মার্কেটিং করবেন এবং মার্কেটিং
করে গ্রাহকের হাতে পৌঁছে দিবেন।
এই ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধা হল আপনি শুধু অনলাইনে অর্ডারটা কনফার্ম
করবেন বাকি পরের যতগুলো স্টেপ আছে পণ্য প্যাকেজিং থেকে শুরু করে কাস্টমারের
হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হবে আপনি যে কোম্পানির মাধ্যমে কাজটি
করছেন পুরোটাই সেই কোম্পানির দায়িত্বে ।
তো যারা অনলাইনে ব্যবসা করে খুব সহজে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এটা
একটি সহজ মাধ্যম। এই মাধ্যমে যদি কাজ করতে চান তাহলে কোন লসের আশঙ্কা নেই ।
অনলাইনে অন্যের পণ্য সেল করে টাকা ইনকাম
আমাদের সবার চিন্তাভাবনা হল একদিনে কোটিপতি হব কিংবা একদিনে লাখ টাকা ইনকাম করব
এই ভাবনা নিয়ে আমরা আঘাতে থাকি এবং একসময় দেখা যায় যে আমাদের যে সময়টা আমরা
ইনভেস্ট করছি অনলাইনে পুরো সময়টাই লসের দেখে এগোচ্ছে ।
আমরা চারপাশে অনেককেই দেখি যারা ট্রেডিং করে এবং বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট
করে দিয়ে দিনশেষে রেজাল্ট আসে জিরো তো আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলব
যেটি শুরুর দিকে আপনার ইনকামটা কিছু অংশে কম হলেও শেষের দিকটা হবে একটি হিউজ
পরিমাণ ইনকাম।
আরো পড়ুনঃ অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়
তো আপনারা যারা শর্টকাটে বড়লোক হওয়ার বা একদিনে কোটিপতি হওয়ার চিন্তা-ভাবনা
নিয়ে ঘুরছেন তাদের জন্য এই কথাগুলো । এ ধরনের চিন্তাভাবনা আজকে থেকে মাথা থেকে
ফেলে দেন দিয়ে আসেন একটি বা জেনুইন সাইডে কাজ করে আপনার ইনকামের পথকে
আরও সুগম করে তুলি ।
তো আপনারা যারা ড্রপ শিপিং নামটি আগে শুনেন তখন মনে হয় যে আমি কি দেশের বাইরের
কোন বিজনেস বা পণ্য নিয়ে বাংলাদেশে ব্যবসা করব এরকম কিছু না আসলে। আপনি মূলত
দেশের পণ্য দেশেই সেল করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ ইনকাম করতে পারেন।
তো বিজনেসের কথা শুনলে সবাই অনেক ভয়ে কাঁপে কিন্তু এটা আসলে তেমন কঠিন কিছু
না। আপনার কাজ হবে শুধু আপনি ঘরে বসে আপনার নিজস্ব ওয়েবসাইট থেকে অর্ডার
কনফার্ম করবেন এবং অর্ডার কনফার্ম করার পরে যে লি ংক থাকবে সেই লিংকটা আপনি
শুধু আপনার কোম্পানির কাছে পৌঁছে দিবেন পরের বাকি স্টেপ গুলো সব কোম্পানি
হ্যান্ডেল করছে।
অনলাইনে ফটো বা image বিক্রি টাকা ইনকাম
ইমেজ বা ছবি বিক্রি করে কিভাবে প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম করতে
পারবেন। আর এই কাজের জন্য যে আপনার দামি ক্যামেরা বা ডিএসএলআর লাগবে এমন কিছুই
না । আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কাজটি করতে পারেন খুব ইজি ভাবে
।
আপনারা ছবি বিক্রি করার জন্য যে ওয়েবসাইটটি পাবেন তার নাম হচ্ছে shutterstock
এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরেই ডেট স্টার্ট নামে একটি বাটন আপনার সামনে
চলে আসবে ।
গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরেই আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে ।
এখান থেকে প্রথমেই আপনি আপনার ফার্স্ট নেম টা দিয়ে দিবেন তারপরে আপনার লাস্ট
নেম দিয়ে দিবেন । তারপরে ভেরিফিকেশন এর জন্য আপনার জিমেইল একাউন্ট ব্যবহার
করতে হবে সর্বশেষে নিচে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করবেন তারপরে টিক মার্কটি
তুলে দিয়ে নেক্সট বাটনে চাপ দিবেন । তাহলে একাউন্ট খোলার কাজ আপনার শেষ।
এখন আপনাকে মেইল ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ , আপনি যে ইমেইল এড্রেস দিয়েছেন
সেই ইমেইলে আপনি চলে যাবেন ইমেইলে আসার পর আপনি দেখতে পারবেন একটি মেইল
এসেছে ওপেন করার পর আপনি দেখতে পারবেন প্লিজ ক্লিপ ইয়ার টু ভেরিফাই ইয়োর ইমেজ
এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে ।
এইখান থেকে আপনাকে রেসিডেন্সিয়াল এড্রেস এবং mailing address দিতে বলছে । সো
আপনার যদি রেসিডেন্টিয়াল এড্রেস এবং mailing address দুটোই সেম হয় তাহলে
নিচের টিক চিহ্ন বাটনটি তুলে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন । তাহলে
আপনার সাটার স্টক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
ড্যাশবোর্ডে আমরা আর্নিং সহ বেশ কিছু ফিচার দেখতে পাব সেখান থেকে ছবি আপলোড
করার জন্য সিলেক্ট মাল্টিপল ফাইল এখানে চাপ দিলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে
কম্পিউটার থেকে একটি ছবি সিলেক্ট করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন।
এবার ছবিটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসার পরে ডেসক্রিপশনে আপনার মিনিমাম পাঁচ
শব্দের মধ্যে একটি ডেসক্রিপশন এড করতে হবে । তারপরে আপনি ছবির ক্যাটাগরি
সিলেক্ট করবেন যেটা অবশ্যই ছবির সাথে মিল থাকতে হবে । মূলত এই তিনটা জিনিস আপনি
যত ভালো করে দিতে পারবেন আপনার ছবি বিক্রি হওয়ার আগ্রহটা তত বৃদ্ধি পাবে
।
মূলত ডেসক্রিপশন ক্যাটাগরি এন্ড টেক্সট এই তিনটা জিনিস আপনাকে খুব ভালোভাবে
বসাতে হবে তাহলে আপনার ছবি বিক্রি করতে অনেক সুবিধা হবে তো এভাবে আপনারা ছবি
এডিটিং করে বিক্রি করে মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম করতে পারেন ।
Ai দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম
এখন কিন্তু ভিডিও বানানোর জন্য এরকম দামি ক্যামেরা দামি মাইক্রোফোন বা দামি
কম্পিউটার কোন কিছুরই দরকার নেই । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাই এ আই আফটার
সমস্ত ভিডিও বানিয়ে দিবে আর আপনি প্রতি মাসে ঘরে বসেই কিন্তু লাখ টাকা ইনকাম
করতে পারবেন ।
শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে আপনি যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন ।
ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বাড়ে যেয়ে লিখবেন heygen এটা লিখে সার্চ করার
পরে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এটা কিন্তু এআই দিয়ে ভিডিও বানানোর
একটি ওয়েবসাইট ।
এখানে কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে আর ভিডিও মেক করার জন্য আপনাকে
কিন্তু কোন কিছু এক্সট্রা করতে হবে না । Ai কিন্তু সব ভিডিও তৈরি করে দিবে
।
সো আপনি এখান থেকে যেকোন ভিডিও মেক করে নতুন ভিডিও তৈরি করার পরে । সেই ভিডিওটা
আপনি নিজের ডেক্সটপ বা কম্পিউটারে সেভ করার পরে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে
আপলোড করার মাধ্যমে প্রতি মাসে ঘরে বসে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ইনকাম
করতে পারে ।
এই মাধ্যম কাজে লাগিয়ে এখন বর্তমান বাংলাদেশ এবং বিশ্বের বহু রাষ্ট্রে অনেকজন
অনেক ভাবে টাকা ইনকাম করছে সো বসে না থেকে আপনিও এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন
।
অনলাইনে যেকোনো পণ্য কিনে বিক্রি করে লাভবান হওয়ার উপায়
বর্তমান আমাদের বাংলাদেশে অনলাইনে যে কোন পণ্য কিনে বিক্রি করার মত অনেক
ওয়েবসাইট রয়েছে । যেসব ওয়েবসাইটে কিছু অংশ কম মূল্যে অনেক ধরনের পণ্য বা
ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় । যেগুলোর চাহিদা এখন প্রতিনিয়ত বেড়েই
চলেছে।
বাংলাদেশের যেমন bikroy.com এক নামে এখন চলছে । আপনি চাইলে bikroy.com এ অনেক
ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী কম দামে কিনে নিতে পারেন । এবং সেটির মান যেন ভালো
হয় এটা আপনাকে কেনার সময় দেখে কিনতে হবে ।
এখন হয়তো আপনি ভাবছেন আমি bikroy.com থেকে একটি পণ্য কিনবো এবং এই পণ্যটি আমি
আবার কিভাবে বিক্রি করব । হ্যাঁ আমি আপনাদেরকে বিক্রি করার জন্যও অনেক প্রসেস
দেখিয়ে দেবো । যেখানে আপনি কম দামে জিনিস কিনেছেন কিন্তু আরও অধিক দামে কিভাবে
বিক্রি করতে পারবেন।
আপনি যে পণ্যটি কিনছেন সে পণ্যটি অবশ্যই ইনটেক না হলেও চলবে। কিন্তু যদিও
ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে চকচকে ঝকঝকে থাকা অবশ্যই দরকার কারণ । আপনি যখন
জিনিসটা বিক্রি করতে যাবেন অন্য কারো কাছে তার যেন চোখে লাগার মত হয় । এই
জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ।
পণ্য কেনার সময় অবশ্যই আপনি তার বাজার মূল্য এবং বর্তমান মূল্যর থেকে কিছু অংশ
কম দামে কেনার চেষ্টা করবেন । যাতে আপনার পণ্যটি অন্য কাস্টমারের কাছে সেল
দেওয়ার সময় অবশ্যই কিছু টাকা লাভ হয় ।
bikroy.com থেকে যে কোন পণ্য কিনে আপনি সেল করবেন কোথায় এখন তো bikroy.com এ
সেল পোস দিতে গেলে টাকা লাগে তাই তো। এটা নিয়ে কোনো টেনশন নাই facebook
মেয়েটা কোম্পানি আপনাদেরকে মার্কেটপ্লেস নামক একটি অপশন দিয়েছে । যেখানে আপনি
কোন প্রকার টাকা-পয়সা না দিয়েই ফ্রিতে সব ধরনের অন্য সামগ্রী সেল করতে পারেন
।
শেষ কথা অনলাইনে টাকায় ইনকাম করার সহজ উপায় উপায়
অনলাইনে ইনকাম করে কোটিপতি হওয়ার উপায় নিয়ে আজকে এই আর্টিকেল আমরা আপনাদের
সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি ।যাতে করে আপনারা
আপনাদের পছন্দমত কাজটি বা ব্যবসাটি বেছে নিয়ে খুব অল্প সময়ে কোটিপতি হতে
পারেন।
সব শেষ কথা কোন জিনিস খুব কম সময়ে পেয়ে গেলে সেটার মূল্য থাকেনা । আবার সেইটা
অনেকদিন লাস্টিং ও করে না তাই চেষ্টা করুন কোন কিছু অল্প থেকে শুরু হোক কিন্তু
তার ভবিষ্যৎটা অনেক বড় আকার ধারণ করবে । এই ধরনের কোন স্পেসিফিক জিনিস থেকে
ইনকাম করা শুরু করে ইনশাল্লাহ সফলতা আসবে ।
Active24 আইটিতে নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url