বাংলা আর্টিকেল লিখার নিয়ম
বাংলা আর্টিকেল লিখার নিয়ম জানতে হলে আমাদের অনেকগুলো নীতিমালা
মেনে আর্টিকেল লিখতে হবে। যেহেতু গুগল এখন অনেক ধরনের নিয়মকানুন বা
নীতিমালা তৈরি করে রেখেছে। তাই তাদের সকল নীতিমালা মেন্টেন করে একটি আর্টিকেল বা
কনটেন্ট লেখার পরে সেই আর্টিকেলটি রাঙ্কিং করা সম্ভব।
আর্টিকেল লেখার যতগুলো নিয়ম আছে সকল নিয়ম ধাপে ধাপে এক এক করে মেনে চলার
মাধ্যমে আপনার আর্টিকেল গুগলের র্যাংক করাতে পারেন। একটি আর্টিকেল
রেংক করাতে হলে অবশ্যই আর্টিকেল রাইটিং নীতিমালা ফলো করা আবশ্যক। তাই আমরা আজকে
আর্টিকেল রাইটিং এর সকল নীতিমালা আপনাদের সামনে তুলে ধরব।
পেজ সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লিখার নিয়ম ও নীতিমালা
- বাংলা আর্টিকেল লিখার নিয়ম
- আর্টিকেল লিখে ইনকাম করার উপায়
- আর্টিকেল এর মধ্যে image ব্যবহার করার নিয়ম
- আর্টিকেলের বিভিন্ন জায়গার লেখাকে লিংক করার নিয়ম
- গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার নিয়ম
- এ আই দিয়ে ইমেজ বানানোর পদ্ধতি
- আর্টিকেল এর মধ্যে স্ক্রিনশট ব্যবহার করার নিয়ম
- আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহার করার নিয়ম
- অন পেজ এসইও নীতিমালা মেনে বাংলা আর্টিকেল লেখার নিয়ম
-
বাংলা আর্টিকেল লিখা নিয়ে আমাদের শেষ কথা
বাংলা আর্টিকেল লিখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের এই পোস্ট টা শুরু
থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এই পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে আপনি
জানতে পারেন বাংলা আর্টিকেল কিভাবে লিখতে হয় এবং আর্টিকেল লেখার কয়েকটি নিয়ম
আর্টিকেল লিখে কিভাবে আপনি ইনকাম করতে পারেন এই সকল বিষয় জানতে পারবেন যদি আপনি
এই পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।
কনটেন্ট লেখার নিয়ম কনটেন্ট লেখার সময় প্রত্যেকটি কনটেন্ট এর ওপরে হেডিং
ব্যবহার করতে হবে একটি হেডিং এর নিচে সর্বোচ্চ পাঁচটি প্যারা ব্যবহার করা
যাবে। পাঁচটি প্যারা শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনার কনটেন্ট আরো বড় হয় সেই
ক্ষেত্রে ৬ নাম্বার প্যারাতে যাওয়ার আগে অবশ্যই একটি সাব হেডিং
ব্যবহার করতে হবে। প্রতিটা কনটেন্ট এর ক্ষেত্রে একটি প্যারার নিচে সর্বোচ্চ
একটি স্পেস ব্যবহার করতে হবে।
আরো পড়ুনঃ
প্রতিটি পোস্ট এর লিখার ফ্রন্টগুলো হতে হবে রেগুলার ফ্রন্ট এবং প্রত্যেকটি
কন্টেন্ট লেখার পরে কনটেন্টকে জাস্ট্রিফাই অ্যালাইনমেন্ট করতে
হবে। লিখা জাস্টিফাই করার মাধ্যমে আপনার কনটেন্ট এর লেফট এবং রাইট
সাইডে লিখা গুলোর লাইন সমান ভাবে দেখাবে।,যেটা আপনার কনটেন্ট রাইটিং কে
আরো আকর্ষণীয় করে তুলবে।
আর্টিকেল লিখার পরে আর্টিকেলের মধ্যে ইমেজ ব্যবহার করার সময় অবশ্যই ইমেজে
এর সাইজ অরজিনাল রাখতে হবে। তাহলে আপনার আর্টিকেল যখন কোন পাঠক পড়তে থাকবে তখন
ইমেজ তাদের চোখের সামনে আসলে ইমেজটা দেখতে সুন্দর লাগবে এবং ফুল স্ক্রিন
জুড়ে আসবে। এটা করতে হলে ইমেজের উপরে মাউস নিয়ে যাওয়ার পরে সেটিংস বাটন আসবে
সেটিংস বাটনে চাপ দিয়ে অরজিনাল সাইজ করতে হবে।
আর্টিকেল লিখে ইনকাম করার বিজ্ঞাপন নিয়ে আসতে পারবেন উপায়
আর্টিকেল লিখে ইনকাম করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই গুগলের ব্লগার কিংবা
ওয়ার্ডপেজ সম্পর্কে আপনার একটি ভালো ধারণা থাকতে হবে। এই দুই প্লাটফর্ম
ছাড়াও আর্টিকেল লিখে অনেক জায়গায় ইনকাম করা যায় যেমন ফাইবার আপ ওয়ার্ক ফ্রি
এন্সার ডটকম এই সকল প্লাটফর্মেও আর্টিকেল লেখার মাধ্যমে আপনি প্রতি মাসে লাখ
টাকার উপর ইনকাম করতে পারেন।
আর্টিকেল লিখতে হলে অবশ্যই আপনার একটি বেসিক স্কিল থাকা দরকার। যেই স্কিল থাকলে
আপনি আর্টিকেল সম্বন্ধে ভালো বুঝতে পারবেন। এবং প্রতিটি আর্টিকেল এসিও করতে জানতে
হবে যা আমাদের এই পোস্টের মধ্যে বলে দেওয়া আছে। আপনি যদি আমাদের পোস্ট শুরু থেকে
শেষ পর্যন্ত পড়েন তাহলে আর্টিকেল লিখার সম্পূর্ণ নিয়মকানুন জানতে পারবেন।
আর্টিকেল লিখে ইনকাম করতে হলে অবশ্যই কোন একটি প্ল্যাটফর্মে আপনার একটি
ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের
মধ্যে আর্টিকেল লিখে পোস্ট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আর্টিকেল
লিখার জন্য অবশ্যই আপনার একটি স্কিল থাকতে হবে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে
আপনাকে জানতে হব। প্রত্যেকটি আর্টিকেল এসইও করতে হবে এবং ওয়ান পেজ নীতিমালা
মেইনটেইন করে আর্টিকেল লিখতে হবে।
আরো পড়ুনঃ
আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখে পাবলিশ করার মাধ্যমে যখন বিভিন্ন মানুষ জন আপনার
আর্টিকেল ভিজিট করবে এবং আপনার আর্টিকেলগুলো পড়বে। এভাবে পড়তে পড়তে এক সময়
যখন আপনার ওয়েবসাইটে এডসেন্স একটিভ করা হবে তখন মানুষজন আর্টিকেল পড়তে আসার
সময় যে অ্যাড গুলো দেখতে পাবে সেই অ্যাড থেকে আপনার প্রতি মাসে ইনকাম
হবে।
আর্টিকেল এর মধ্যে image ব্যবহার করার নিয়ম
আর্টিকেল এর মধ্যে ইমেজ ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে
থাকুন। একটি আর্টিকেলে ইমেজ ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে ইমেজটাকে এডিট
মডিফাই করার পর ইমেজে ফোকাস রিনেম করে নিতে হবে। এবং প্রত্যেকটি ইমেজ যেন
কপিরাইট না আসে এই জন্য কোথাও থেকে ডাউনলোড করা কিংবা কোন লোগো বা জল ছাপ
আছে এমন ছবি ব্যবহার করা যাবে না।
আমরা আর্টিকেলের মধ্যে ছবি ব্যবহার করার মাধ্যমে মানুষের সামনে আর্টিকেলটি
ভালোভাবে উপস্থাপনা করতে পারি। তাই আমাদের খেয়াল রাখতে হবে আর্টিকেলের
মধ্যে কোন ছবি বা ইমেজ ব্যবহারের ক্ষেত্রে ছবিটা যেন অবশ্যই কোন জায়গা থেকে চুরি
করা বা কপি করে নিয়ে আসা না হয় তাহলে আমাদের ওয়েবসাইটে লক লেগে যেতে
পারে।
আর্টিকেল এর মধ্যে প্রত্যেকটি ইমেজ ব্যবহারের ক্ষেত্রে ইমেজকে অবশ্যই ওয়েব পি তে
কনভার্ট করতে হবে। ওয়েব পি ফরমেটে কনভার্ট করতে হলে অবশ্যই আপনাকে ফটো প্রিয়া
থেকে ওয়েব পি তে কনভার্ট করতে হবে। প্রতিটি ফটো ওয়েব পি ফরমেটে কনভার্ট
করার পরে প্রত্যেকটি ফটোকে নতুন করে রিনেম করতে হবে। এবং যেই ফোকাস
কিওয়ার্ডের আন্ডারে যে ইমেজটা ব্যবহার করা হবে সেই প্রকার কিওয়ার্ড দিয়ে রিনেম
করতে হবে। প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ডের পর পরে একটা করে হাইফেন চিহ্ন ব্যবহার
করতে হবে।
আর্টিকেলের বিভিন্ন জায়গার লেখাকে লিংক করার নিয়ম
আর্টিকেলের বিভিন্ন জায়গার লেখাকে লিংক করার নিয়ম জেনে রাখা অবশ্যই
অনেক গুরুত্বপূর্ণ দরকার। আর্টিকেলের বিভিন্ন জায়গার লেখাকে লিংক করতে হলে
অবশ্যই প্রথমে আপনাকে আর্টিকেলের যেই অংশকে লিংক করবেন সেই অংশকে সিলেক্ট করতে
হবে। সিলেট করার পরে সে লিখাটাকে লিংক করতে হবে।
ব্লগারের ব্লক পোস্ট এর মধ্যে থেকে আপনি একটা লিখাকে কিভাবে লিংক করবেন এই সমস্ত
বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা হলো। একটি লিখাকে লিংক করতে হলে ব্লগারের মধ্যে
থাকা অবস্থায় সেই লেখাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে ইমেজ বাটন এর
পাশে লিঙ্ক বাটন আছে সেই লিংক এর উপরে চাপ দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটের
ইউআরএল কে সেখানে পেস্ট করে দিবেন তাহলেই ওই লেখাটুকু লিংক হয়ে যাবে।
আপনাদের বোঝার উদ্দেশ্যে এই ছবিটা দেওয়া হল এই ছবিতে দেখেন যে লেখাটাকে লিংক করব
সেই লিখাটা আগে সিলেক্ট করেছি। এবং সিলেক্টকৃত থাকা অবস্থায় উপরের যে বাটনে
দেখানো হয়েছে সেই বাটনে চাপ দিয়েছি। চাপ দেওয়ার পরে নিচে ইউআরএল দেওয়ার একটি
জায়গায় আসবে। সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইউআরএল কে বসিয়ে দিব তারপরে
নিজের কর্নারে লেখা থাকবে অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার
লিখার সাথে লিঙ্ক সংযুক্ত হয়ে যাবে। তো আপনি চাইলে এইভাবে ব্লগার এর প্রত্যেকটি
লেখাকে লিঙ্ক করতে পারে।
গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার নিয়ম
গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার নিয়ম আমাদের সকলেরই জানা দরকার কেননা
আমাদের যে কোন দরকারে আমরা যেকোনো ছবি ডাউনলোড করি। এবং সেই ডাউনলোড করা ছবিগুলো
বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ব্যবহার করে থাকি তো এইসব ছবি ব্যবহারের ক্ষেত্রে
বিভিন্ন সময় দেখা যায় আমরা কপিরাইট মামলা খেয়ে যাই। তো এ ধরনের কপিরাইটের হাত
থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে কিছু টিপস শিখায় দিব যার মাধ্যমে
ছবি ডাউনলোড করলে কোন ধরনের কপিরাইট আসবে না।
আরো পড়ুনঃ
বাংলা আর্টিকেল লিখার নিয়ম জানতে হলে অবশ্যই গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ
ডাউনলোড করার নিয়ম জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আমরা
গুগলের ব্লগার ওয়েবসাইট নিয়ে কাজ করি আপনারা google এর যে কোন ওয়েবসাইট নিয়ে
কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন ইমেজ বা ছবির প্রয়োজন পড়ে। তো আমরা সেই
ছবিগুলো এআই দিয়ে জেনারেট করতে পারি না কারণ এ আই তো আমাদের সকল ভাষা বুঝতে পারে
না। তাই আমরা গুগল থেকে ছবি ফ্রি ডাউনলোড করব কিভাবে আসুন দেখে নেওয়া যাক।
প্রথমে আপনারা ক্রোম কিংবা কোন একটা ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে
আপনি যেই রিলেটেড ছবি চাইছেন সেই রিলেটেড একটি ছবি সার্চ করবেন। সার্চ করার পরে
উপরের ছবিতে দেখানো ফার্স্ট ক্লিক দিবেন ছবিতে কিংবা ইমেজে এবং ইমেজে ক্লিক করার
পরে পাশে যে টুলস অপশন আছে সে টুলসে ক্লিক করবেন। তার নিচে দেওয়া থাকবে ইউজার
রাইট অথবা ব্যবহারের অধিকারসমূহ এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন
ক্রিয়েটিভ কমন লাইসেন্স।
এইভাবে কোন ছবি যদি আপনি ব্যবহার করেন তাহলে সে ছবি ১০০% কপিরাইট ফ্রি। এই ছবি
ব্যবহার করার ফলে আপনার ওয়েবসাইটে কোন ধরনের কপিরাইট আসবে না। এখান থেকে ছবি
নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য এই ছবির মধ্যে আপনার
ওয়েবসাইটের একটি লোগোর জলছাপ বসিয়ে দিতে পারেন তাহলে এই ছবিটি আপনার হয়ে
যাবে।
এ আই দিয়ে ইমেজ বানানোর পদ্ধতি
এ আই দিয়ে ইমেজ বানানোর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন। বাংলা আর্টিকেল
লিখার নিয়ম জানতে হলে অবশ্যই আপনাকে বাংলা আর্টিকেল এর মধ্যে ছবি ব্যবহার
করতে জানতে হবে। এবং এটাও জানতে হবে আমরা যেসব বিষয় নিয়ে আসলে লেখালেখি
করি সকল বিষয়ের কিন্তু ছবি আমরা পাই না। তাই আমরা এ আই কে ব্যবহার করে যে কোন
বিষয়ের একটি প্রতিচ্ছবি তুলে ধরতে পারি।
বাংলা আর্টিকেল লিখার নিয়ম এবং আর্টিকেলের মধ্যে ছবি ব্যবহার করার পদ্ধতি
সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। উপরে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার পদ্ধতি
আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এখন আলোচনা করব এ আই ব্যবহার করে কিভাবে একটি ছবি
আপনারা বানাবেন এ আই ব্যবহার করে ছবি বানাতে হলে সর্বপ্রথম আপনাকে একটি বিং
এর মধ্যে একাউন্ট করতে হবে। bing.com এ একাউন্ট করার সহজ পদ্ধতি
জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন।
bing.com থেকে এ আই দিয়ে ছবি বানাতে গেলে আপনাদের যে পদ্ধতি গুলো ফলো করতে হবে
সকল পদ্ধতি ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো।
বিং লিখে গুগলে সার্চ করার পরে লাল দাগ দিয়ে যে অংশ ছবিতে দেখানো আছে সেই
অংশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে
যে পেজটি আপনাদের বোঝার জন্য নিচে আমরা দিয়ে দিয়েছি।
এই পেজের মধ্যে ইমেজ লেখা আছে এখানে লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই ইমেজ
লিখার উপরে চাপ দিলে পরের একটি পেজ ওপেন হবে। দেখেন নিচের পেজে ক্রিয়েট অপশনকে
লাল দাগ দিয়ে দেখানো হয়েছে এইটার উপরে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে
নিয়ে যাবে।
এইটা হচ্ছে শেষ পেজ এবং এই পেজের মধ্যে আপনাকে লিখতে হবে আপনি কি ধরনের ছবি
চাইছেন। ছবির সকল বিবরণ দেওয়ার পরে পেজের মধ্যে দেখুন লেখা আছে সকল
বিবরণ লেখা হলে এখানে চাপ দিন। ওই ক্রিয়েট অপশনে চাপ দিলে আপনার ছবিটি
জেনারেট হতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কাঙ্খিত ছবিটি পাবেন। এবং তার
পাশেই ডাউনলোড অপশন দেওয়া থাকবে আপনারা চাইলে এইভাবে খুবই সহজে ইমেজ বানাতে
পারেন।
আর্টিকেল এর মধ্যে স্ক্রিনশট ব্যবহার করার নিয়ম
আর্টিকেল এর মধ্যে স্ক্রিনশট ব্যবহার করার নিয়ম সম্পর্কে হয়তো আমরা অনেকেই
জানিনা। আসুন জেনে নেয়া যাক বাংলা আর্টিকেল লিখার নিয়ম এবং আর্টিকেল এর
মধ্যে স্ক্রিনশট ব্যবহার করব কিভাবে। বর্তমান সময়ে অনেকেই অনেক ওয়েবসাইট থেকে
ইমেজ বা ছবি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে নিজের ওয়েবসাইটে ব্যবহার করতে যাই তার
ফলে নিজের ওয়েবসাইটটি কয়দিন পরে ব্লক হয়ে যায়। এই সকল সমস্যা যেন না হয় তাই
আমরা স্ক্রিনশট দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানব।
বাংলা আর্টিকেল লিখতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে স্ক্রিনশট নেয়ার সঠিক নিয়ম।
আপনি কোন ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিতে হলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস ফলো
করতে হবে। যেমন ছবির মধ্যে বা আপনি যেই স্ক্রিনশট ব্যবহার করবেন সেই স্ক্রিনশট এর
মধ্যে কোন জল চাপ কিংবা লোগো আছে কিনা।
আপনি যেই স্কিনশট নিচ্ছেন সেই স্ক্রিনশট এর মধ্যে অবশ্যই লোগো কিংবা জলচাপ থাকলে
সেটা ব্যবহারযোগ্য না। স্ক্রিনশট বাংলা আর্টিকেলের মধ্যে ব্যবহার করতে হলে অবশ্যই
স্ক্রিনশট কে মডিফাই করতে হবে যাতে ওই ছবিটির পুরো আকৃতি চেঞ্জ হয়ে যায় এবং
অন্যরকম একটা ভাইব নিয়ে আসতে হবে।
আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহার করার নিয়ম
আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহার করার নিয়ম আমরা অনেকেই আজও জানিনা।
আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহারের মাধ্যমে আপনার আর্টিকেলকে আরো সুন্দর লাগবে
এবং সুন্দরভাবে আপনি স্থাপনা করতে পারবেন। আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহার এটি
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। আর্টিকেল এর
মধ্যে হেডিং ব্যবহার এইটা অন পেজ এসিওর ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ একটি
বিষয়।
বাংলা আর্টিকেল লিখার নিয়ম অনুযায়ী একটি আর্টিকেলের মধ্যে সর্বনিম্ন দশটি হেডিং
থাকা আবশ্যক। এই হেডিংগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন হয়তো এই সম্পর্কে অনেকে
জানেন না। আর্টিকেল এর মধ্যে হেডিং ব্যবহার করতে হলে আপনি যে লিখাটাকে বা
যেই ওয়ার্ডকে হেডিং করতে চান। সেই ওয়ার্ড কে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট থাকা
অবস্থায় তাকে হেডিং করতে হবে। কিভাবে হেডিং করবেন আপনাদের বোঝার সুবিধার্থে
নিচে একটি ছবির মাধ্যমে তুলে ধরা হলো।
ছবিতে দেখানো হচ্ছে একটি লেখাকে আমরা সিলেক্ট করেছি এবং এই লেখাটি সিলেক্ট থাকা
অবস্থায় উপরের মেনু বাড়ে থাকা নরমাল অপশনে চাপ দিলে। একটি অ্যারো বাটন
নেমে আসবে এবং দেখতে পাবেন এখানে মেজর হেডিং, হেডিং,সাব হেডিং, মাইনর হেডিং,
প্যারাগ্রাফ, নর্মাল, এ ধরনের অপশন রয়েছে। এর মধ্যে আপনি হেডিং এ চাপ দিবেন
তাহলে আপনার লেখাটা হেডিং এ পরিণত হয়ে যাবে। মনে রাখবেন একটি হেডিং এর
নিচে সর্বোচ্চ পাঁচটা প্যারা লিখা যাবে। ছয় নাম্বার প্যারাতে যেয়ে আপনাকে
একটি সাব হেডিং ব্যবহার করতে হবে।
অন পেজ এসইও নীতিমালা মেনে বাংলা আর্টিকেল লেখার নিয়ম
ওয়ান পেজ এ সি ও নীতিমালা মেনে আর্টিকেল লেখার নিয়ম হয়তো আমরা অনেকেই জানি
আসুন ওয়ান পেজ এসইও নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানি। আমাদের
আর্টিকেল গুগলে রেংক করানোর জন্য অন পেজ এসিওর নীতিমালা মেনে চলা খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকেই অনেক ভালো ভালো পোস্ট লিখার পরেও সেই
পোস্টগুলো গুগলে রেঙ্কিং হয় না। তার কারণ হচ্ছে অন পেজ এসিও নীতিমালা অনুযায়ী
আমাদের আর্টিকেল বা পোস্টটি লেখা হয়নি।
আরো পড়ুনঃ
অন পেজ এসিও নীতিমালায় যেহেতু অনেকগুলো নীতিমালা দেওয়া রয়েছে আমরা আজকে
আপনাদের মাঝে সকল নীতিমালা তুলে ধরার চেষ্টা করব। নীতিমালার সকল নীতিগুলো এক এক
করে আপনাদের সামনে নিচে লিস্ট আকারে তুলে ধরা হলো।
- ফোকাস কিওয়ার্ড নির্বাচন করতে হবে সর্বনিম্ন চার এবং দশ শব্দের মধ্যে নিতে হবে।
- সেকেন্ডারি কিওয়ার্ড নির্বাচন করতে হবে ফোকাস কিওয়ার্ড এর সাথে কাছাকাছি মিল রেখে সেকেন্ডারি কিওয়ার্ড নির্বাচন করতে হবে।
- ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে হুবহু দশবার ব্যবহার করতে হবে।
- সেম ফোকাস কিওয়ার্ড মডিফাই করে আরো পাঁচ বার ব্যবহার করতে হবে।
- ফোকাস কিওয়ার্ড কন্টেন্ট এর মধ্যে মোট পুনরাবার ব্যবহার করতে হব।
-
কনটেন্ট এর মধ্যে সর্বনিম্ন পাঁচটা লং টেল এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে
হবে।
-
বিশেষ প্রয়োজন ছাড়া কনটেন্ট এর মধ্যে টাইটেল এ দাড়ি কমা ফুলস্টপ এই ধরনের
সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না।
-
বিশেষ প্রয়োজন ছাড়া কন্টেন্ট এর মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না।
-
কন্টেন্ট সর্বনিম্ন ১৫০০ ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে।
-
কন্টেন্ট এর মধ্যে সর্বনিম্ন দশটা h2 বা হেডিং ব্যবহার করতে হবে।
-
অন্য ওয়েবসাইট এ জনপ্রিয় কিওয়ার্ড দেখে কনটেন্ট লেখা যাবে ন।
-
অন্য কোথাও থেকে পোস্ট লিখা বা কপি করে পোস্ট করা যাবে না।
-
কনটেন্ট এর প্রতিটি ভাষা চলিত ভাষায় লিখতে হব।
-
কনটেন্ট এর মধ্যে পারমালিঙ্ক ইংরেজি ১ থেকে ৫ শব্দের লিখতে হবে।
-
সারা বছর সার্চ হয় এমন বিষয়ে কনটেন্ট লিখতে হব।
- জনগণ যেটা আগ্রহ করে সার্চ করে না এমন বিষয়ে কন্টেন্ট লেখা যাবে না।
-
কনটেন্ট শুরুতে একটি ভূমিকা বাটন রাখতে হব।
-
এর প্রতিটি হেডিং লার্জ এবং বোল্ড করতে হবে।
-
কন্টেন্ট এর মধ্যে সর্বনিম্ন তিনটা ফিটার ইমেজ ব্যবহার করতে হব।
-
প্রতিটি ইমেজ ইয়েব পি ফরমেট হতে হবে এবং ৫০ কেবি এর মধ্যে হতে হবে।
-
কোন ভিডিও থেকে ইংলিশ কথা ট্রান্সলেট করে পোস্ট করা যাবে না।
-
পোস্ট এর মধ্যে বানান ভুল করা যাবে না।
-
প্রতিটি পোস্ট এর ভূমিকার শুরুতে বা টাইটেলের শুরুতে ফোকাস কিওয়ার্ড মডিফাই
করে ব্যবহার করতে হবে।
-
ফিচার ইমেজের টেক্সট এর মধ্যে ও ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
-
প্রতিটি প্যারাগ্রাফ হেডিং এর মধ্যেও প্রকাশ কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
বাংলা আর্টিকেল লিখা নিয়ে আমাদের শেষ কথা
বাংলা আর্টিকেল লিখা নিয়ে আমাদের শেষ কথা হল আর্টিকেল লেখার সময় অবশ্যই
আর্টিকেল লিখার যতগুলো নিয়ম-কানো সব সব নিয়ম মেনে একটি আর্টিকেল লেখা দরকার।
আর্টিকেল লিখতে হলে অবশ্যই ওয়ান পেজ এসিও নীতিমালা মেনে একটি আর্টিকেল লেখা
দরকার। কেননা একটি আর্টিকেল গুগলের রেংক করানোর জন্য ওয়ান পেজ এসিও অনেক
গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমাদের এই বাংলা আর্টিকেল লিখার মাধ্যমে আপনাদের সামনে একটি আর্টিকেল কিভাবে শুরু
থেকে শেষ পর্যন্ত লিখতে হয় সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই
সব কিছু অনেক কাজে আসবে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই আর্টিকেলের মধ্যে করা
হয়েছে। ব্লগারের সকল কিছু সমস্যা এবং সমাধান আমাদের এই ওয়েবসাইটে করা হয়ে থাকে
আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট দেখতে পারেন।
আমাদের এই পোস্ট যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন
না। আপনাদের একটি কমেন্ট আমাদের পোস্ট লিখার মনোবল আরো বাড়িয়ে দেয়। এতক্ষণ
সাথে থেকে পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা
করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।
Active24 আইটিতে নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url