বরই পাতার উপকারিতা ও অপকারিতা
বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে
ধরব। আমরা প্রায় সকলেই বড়ই খেয়ে থাকি কিন্তু বড়ই পাতার যে কি
পরিমান উপকার তা আমরা হয়তো জানি না। আমরা যে কোন জিনিসই খাই না কেন। প্রতিটি জিনিসের উপকারিতা এবং অপকারিতা জেনে খাওয়া ভালো। প্রতিটি মানবদেহে
কিছু না কিছু সমস্যা আছে সমস্যার ঊর্ধ্বে আমরা কেউ নই তাই প্রতিটি জিনিসের
উপকার এবং অপকার জেনে থাকা দরকার।
পেজ সূচিপত্রঃ বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত
- বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা
- বড়ই পাতার উপকারিতা ও এলার্জি
- বড়ই পাতার রস খেলে কি হয়
- চুলকানিতে বড়ই পাতার ব্যবহার
- বড়ই পাতার উপকারিতা কি কি
- বড়ই পাতা খাওয়ার নিয়ম
- কুল পাতার বিভিন্ন উপকার
- বড়ই পাতার উপকারিতা চুলের জন্য
- গর্ভাবস্থায় বড়ই পাতা খাওয়ার উপকারিতা
- শেষ কথা লেখকের মন্তব্য পাঠকের উদ্দেশ্যে
বড়ই পাতার উপকারিতা ও অপকারিত
বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজকে জানবো। বড়ই পাতার উপকারিতা
সমূহ অনেকের কাছেই অজানা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই বড়ই পাতা ব্যবহার করা
হয়ে থাকে। বড়ই পাতার ঔষধি গুন সম্পর্কে আমরা অনেকেই জানিনা। ভৌগোলিকভাবে বড়ই
গাছ সাধারণত ইন্দোনেশিয়া চীন এবং ভারতবর্ষেই বেশি দেখা যায় এই গাছের পাতা
প্রাচীন আমল থেকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বড়ই পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষের সুরক্ষায় ভূমিকা রাখে।
এছাড়া এর অ্যামাইনো এসিড বিটাকারোটিন ইত্যাদি আমাদের শরীরে বিভিন্ন রোগের
প্রতিকার করে। এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে বড়ই পাতার আঠালো
নির্জাস কাজ করে এন্টিসেপটিক হিসেবে এবং মানবদেহে কে জীবাণুমুক্ত করতে সাহায্য
করে।
আরো পড়ুনঃকলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
বড়ই পাতার ইসলামিক তাৎপর্য রয়েছে অনেক। চলুন জেনে নেয়া যাক ইসলাম ধর্মেও
বড়ই পাতার ব্যবহারের গুরুত্ব আছে কোন মুসলমান ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তিকে
গরম পানিতে কিছু বরই পাতা দিয়ে গোসল করিয়ে কাফনের কাপড় পরানো হয়। কিন্তু
জানেন কি কেন এমনটা করা হয়। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে বরই
পাতায় রয়েছে কিছু অ্যান্টিসেপটিক উপাদান।
বরই পাতা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা গরম পানিতে দিলে এর পাতা থেকে এক
ধরনের আঠালো নির্যাস বের হয়। এই নির্যাস মানবদেহে কি জীবাণুমুক্ত করে এ ছাড়া
বড়ই পাতা দিয়ে গরম পানি করে গোসল করালে মৃতদেহে পোকামাকড় আক্রমণ করে না এবং
সেই দেহে সহজে পছন্দ ধরে না।
বড়ই পাতার উপকারিতা ও এলার্জি
বড়ই পাতার উপকারিতা ও এলার্জি ভাল হওয়ার উপাদান গুলো সম্পর্কে জানব। বড়ই
পাতার উপকারিতা ও অপকারিতা রয়েছে অনেক। বড়ই পাতা দিয়ে কিভাবে এলার্জির মতো
কঠিন রোগকে নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব এই বিষয়ে আজকে জানবো। এর সাথে বড়ই
পাতার উপকারিতাও সম্পর্কে জানতে পারবেন প্রতিটি জিনিসেরই উপকারের সাথে সাথে
অপকারও রয়েছে।
বড়ই পাতা রস বিভিন্ন রোগ নিরাময়ে অতুলনীয় কাজ করে এবং প্রক্রিয়াজাতকরণের
মাধ্যমে বহু রোগের উপশম হয়। এর ভেষজ গুণ থেকে চর্মরোগ নিরাময় করে। বড়ই পাতা রস
এলার্জি চর্মরোগ জনিত যে কোন সমস্যা দূর করে যারা এলার্জি চর্মরোগ নিয়ে দীর্ঘদিন
যাবত ভুগছেন। তারা প্রথমে গাছের কাছে গিয়ে কিছু পরিমাণে পাতা বাসায় এনে ভালো
করে ধুয়ে নেবেন।
বড়ই পাতা গুলোকে ব্যালেন্ডার করে চা কাফের হাফ গ্লাস পরিমাণ রস করে। ওই রসের সাথে
এক চা চামচ পরিমাণ কালোজিরার গুড়া মেশানো হয়ে যাওয়ার পর। প্রতিদিন এইভাবে এই
বড়ই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন। এবং এভাবে শুধু সাত দিন
করুন দেখবেন চর্ম রোগজনিত যে কোন সমস্যা চিরতরে গায়েব হয়ে
যাবে।
বড়ই পাতার রস খেলে কি হয়
বড়ই পাতার রস খেলে কি হয় এবং বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে
অবশ্যই আমাদের সকলের জানা দরকার। বড়ই পাতার রস খেলে বিভিন্ন ধরনের উপকার
পাওয়া যায় বড়ই পাতার রসের উপকার সমূহ বলে শেষ করা যাবে না। তবে সবচেয়ে বেশি
কার্যকর হয় বড়ই পাতার রসে এলার্জি এবং চর্ম রোগের মত রোগ।
বড়ই পাতায় অ্যামাইনো এসিড থাকার কারণে বিভিন্ন ধরনের জীবাণু জীবাণু হতে
মানবদেহ কে রক্ষা করতে পারে। বড়ই পাতা প্রতিদিন সকালে রস করে কিংবা দুই
একটা বড়ই পাতা চিবিয়ে খাওয়ার মাধ্যমে আপনার শরীরের গ্যাস এবং আলচার এর মত কঠিন
রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ
বড়ই পাতা শুধু রস করে খেলেই যে ভালো হয় এমনটা না বরং বড়ই পাতা চিবিয়ে খাওয়ার
মাধ্যমেও আপনার বিভিন্ন চর্মরোগ এবং কঠিন রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন। বড়ই
পাতাই থাকা অ্যামাইনো এসিড আপনার পাকস্থলীর গ্যাস এবং আচারের মতো রোগকে অনেক অংশে
কমিয়ে আনতে সাহায্য করে।
চুলকানিতে বড়ই পাতার ব্যবহার
চুলকানিতে বড়ই পাতার ব্যবহার অবশ্যই অনেক উপকারী হয়ে থাকে যে সম্পর্কে আমরা
অনেকেই জানিনা। চুলকানি কিংবা এলার্জির মত রোগ একেবারে ভেতর থেকে অ্যালার্জি
চুলকানি এর সমস্যা সম্পূর্ণরূপে দূর করে দেবে। সেজন্য আপনাকে যা করতে হবে প্রথমেই
গাছ থেকে এক থেকে দু মুঠো পরিমান বড়ই পাতা সংগ্রহ করতে হবে।
বড়ই পাতাগুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পাতাগুলোকে
ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেবেন।অথবা আপনারা শিলপাটায় ভালো করে
পিষে নেবেন। মোটকথা হলো এই দুই মুঠো পাতা থেকে আপনাকে হাফ গ্লাস পরিমাণ রস তৈরি
করতে হবে। তারপর সে রস কাপড় দিয়ে অথবা ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে
নেবেন ছেঁকে নেওয়ার পর এক চামচের চার ভাগের একভাগ লবণ দিয়ে এটিকে
ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এই রেমিডি পান করবে অ্যালার্জি দূর হয়ে
যাবে ইনশাল্লাহ।
এইভাবে প্রতিদিন সকালে আপনি যদি বড়ই পাতা পান করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার
চুলকানি এবং এলার্জির মতো কঠিন রোগ অবশ্যই ভালো হয়ে যাবে। তবে প্রতিটি পাতায়
এবং প্রতিটি উদ্ভিদে রয়েছে যেমন উপকার ঠিক তেমনি অপকারিতা ও রয়েছে আপনি যদি
অপকারিতা সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেল এর সকল বিষয়গুলো
পড়তে থাকুন।
বড়ই পাতার উপকারিতা কি কি
বড়ই পাতার উপকারিতা কি কি এই সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। অবশ্যই ওপরের কিছু
অংশ পড়ার মাধ্যমে আপনি জেনে গেছেন বড়ই পাতার উপকারিতা অনেক। বড়ই পাতার
উপকারিতা ও অপকারিতা সম্পর্কে যেহেতু আজকে আমরা সকল বিষয়ে জানতে
চলেছি। আসুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বড়ই পাতার উপকার কি কি হতে
পারে।
- প্রতিদিন কিছু বড়ই পাতা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিক বা আলচারের সমস্যা দূর হয়
- বড়ই পাতা থেঁতো করে এর সাথে মধু মিশিয়ে রোজ রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা লাগিয়ে রাখলে ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হয়
- বড়ই পাতার রস এলার্জি চর্মরোগ জনিত যে কোন সমস্যা দূর করে
- বড়ই পাতার রস চুল পড়া বন্ধ করে
- বড়ই পাতাতে থাকা আইরন ও ফসফরাস শরীরের রক্ত উৎপাদন এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে
- বড়ই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা থাকাই এটি লিভার কে সুরক্ষা প্রদান করে
- বড়ই পাতা ক্যান্সারের সম্ভাবনা কমায়
- বড়ই পাতায় ক্যালসিয়াম সহ অনেক ভিটামিন ও মিনারেল থাকে যা হার শক্ত ও মজবুত করে বড়ই পাতায় অনিদ্রা এবং দুশ্চিন্তা দূর করে
বড়ই পাতার উপকারিতা সম্পর্কে অবশ্যই আপনারা একটি সঠিক ধারণা পেয়ে গেছেন।
এইখানে উল্লেখিত আটটি কারণ সবটাই সত্য এবং সঠিক আপনি চাইলে এই সকল নিয়ম
ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন।
বড়ই পাতা খাওয়ার নিয়ম
বড় কথা খাওয়ার নিয়ম সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। কেননা আজকে এই পোস্টের
মাধ্যমে আপনাদের বিভিন্ন রোগের সমাধান পেয়ে যাবেন। তাই বড়ই পাতা খাওয়ার নিয়ম
অবশ্যই জানতে হবে যেহেতু বড়ই পাতা কিংবা বড়ই পাতার রস করে খাওয়ার মাধ্যমে আপনি
অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবেন। তাহলে অবশ্যই বড়ই পাতা খাওয়ার নিয়ম আপনার
জানা দরকার বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সকল তথ্য তুলে
ধরার চেষ্টা করেছি।
আরো পড়ুনঃ
বড়ই পাতা খাওয়ার অনেক ধরনের নিয়ম রয়েছে যেমন আপনি চাইলে প্রতিদিন সকালে দুইটা
বড়ই পাতা নিবেন বড়ই পাতা নিয়ে বড়ই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চিবিয়ে
চিবিয়ে খেয়ে নিতে পারেন। এর চেয়েও ভালো হয় আপনি সকালবেলা খালি পেটে বড়ই পাতা
ব্লেন্ডারের পিষে ছাকনি বা কাপড়ের দ্বারাই ছেঁকে নিয়ে রস করে মধু দিয়ে
খেতে পারেন।
বড়ই পাতা চিবিয়ে খাওয়ার থেকে মধু দিয়ে পিষ খাওয়া অবশ্যই বেশি কার্যকারী
কারণ। মানুষের শরীরে একটি বস্তু প্রবেশ করার পরে সেটি হজম করে রক্তের সাথে মিশতে
অনেক সময় লাগে। তাই সব সময় চেষ্টা করবেন পানি জাতীয় জিনিস বা নরম খাবার
বা পানির মত কোন খাবার খাওয়ার। তাহলে আপনার শরীরের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ
করতে পারবে এবং রক্তের সাথে অতি তাড়াতাড়ি মিশতে পারবে এতে করে আপনার উপকার অনেক
তাড়াতাড়ি পেতে পারেন।
কুল পাতার বিভিন্ন উপকার
কুল পাতার বিভিন্ন উপকারিতা হ্যাঁ কুল পাতার উপকারিতা সম্পর্কে আর্টিকেল
দেখে হয়তো আপনারা ভাবতে পারেন কুল জিনিসটা কি। বাংলাদেশের অনেক মানুষই জানে
না কুল শব্দের অর্থ কি কুল শব্দের অর্থ হলো বড়ই। বড়ই এর আরবি নাম হচ্ছে
কুল আমাদের বাংলাদেশের মধ্যে বড়ই অনেক জায়গায় চাষ হয় সব জায়গায়
প্রায় বড়ই পাওয়া যায় কিন্তু প্রত্যেকটা জেলা বিভাগের কারণে বড়ই কে
বিভিন্ন নামে ডাকা হয়।
কুল পাতার উপকারিতা এবং বড়ই পাতার উপকারিতা দুটো একই বলা হয়েছে। কারণ বাংলা
ভাষায় কূল কে বড়ই বলে চেনে তাই বড়ই এবং কুল দুইটা আলাদা কোন জিনিস না
যেইটা কুল সেইটাই বড় দেশ হিসাবে দুই ধরনের নাম । তবে প্রতিটি জিনিসের তিন ধরনের
নাম হয়ে থাকে একটা বাংলা একটা ইংরেজি এবং একটি আরবি সাধারণভাবে এই জিনিসগুলো
প্রচলিত হয়ে আছে।
বাংলাদেশে বড় কে আরো বিভিন্ন নামে ডাকা হয় এটা অঞ্চল বিশেষে অনেকজন অনেক নামে
ডেকে থাকে। কিন্তু যে যেই নামে ডাকুক না কেন বড়ই পাতার উপকারিতা যতগুলো
আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে সকল উপকার কিন্তু একই কারণ বড়ই পাতার নাম অন্য
হলেও পাতা কিন্তু একটাই।
বড়ই পাতার উপকারিতা চুলের জন্য
বড়ই পাতার উপকারিতা চুলের জন্য কতখানি তা আপনি জানলে অবশ্যই অবাক
হবেন। মাথা থেকে চুল ঝরে পড়ে যাওয়া কিংবা চুলের গোড়া শক্ত করা এবং চুলকে
ভালো রাখতে হলে বড়ই পাতার গুনাগুন অসীম। বড়ই পাতা ব্যবহারের ফলে আপনার
মাথার চুল অনেক ঘন হতে পারে এবং নতুন চুল গজাবে।
বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই চুলের যত্নে
বড়ই পাতা কার্যকারী একটি উপাদান।বড়ই পাতা যদি আপনার আশেপাশে থাকে তাহলে
অবশ্যই বড়ই পাতা আপনি এক সপ্তাহ চুলে লাগিয়ে দেখতে পারেন আপনার চুলের মধ্যে
অবশ্যই অনেক উপকার আসবে যেটা আপনি নিজে দেখে বুঝতে পারবেন।
আরো পড়ুনঃ
বড়ই পাতা চুলের লাগানোর নিয়ম গুলো সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক প্রথমে বড়ই
পাতা গাছ থেকে ছিড়ে এনে ভালো করে ধুয়ে। বড়ই পাতাকে বেটে মেহেদির মত করে পেস্ট
বানিয়ে নিতে হবে পেস্ট বানিয়ে চুলের মধ্যে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে
দিতে হবে। তারপরে শুকিয়ে যাবে তখন একটি কন্ডিশনার শ্যাম্পু দিয়ে চুলকে ধুয়ে
ফেলতে হবে। এভাবে সাত দিন থেকে ১৪ দিন পর্যন্ত লাগিয়ে দেখতে পারেন অবশ্যই একটি
ভালো ফলাফল পাবেন।
গর্ভাবস্থায় বড়ই পাতা খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় বড়ই পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবশ্যই অবাক হতে
বাধ্য হবেন।বড়ই পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনি গর্ব
অবস্থায় বড়ই পাতা খাওয়ার উপকারিতা জানতে চাইবেন। কেননা অনেক জনের অনেক সমস্যা
থাকে কিন্তু গর্ভবতী হওয়ার কারণে সে সমস্যার সমাধান করতে পারেনা তাই
গর্ভাবস্থায় বড়ই পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানা দরকার।
বড়ই পাতা খাওয়ার ফলে যেহেতু অনেক ধরনের সমস্যার সমাধান হয় যেমন বড়ই পাতার রস
খেলে এলার্জি ও চর্মরোগ দূর হয় পেটের গ্যাস ও আলজার নিরাময় হয় সপ্তাহে দুই এক
আধবার বড়ই পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয় বড়ই পাতা দিয়ে রূপচর্চা করা যায়
ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায় হজম হয় না কোষ্ঠকাঠিন্য এই ধরনের রোগ থেকে মুক্তি
পাওয়া যায়।
গর্ভাবস্থায় বড়ই পাতা খাওয়ার অবশ্যই অনেক উপকার কেননা গর্ভাবস্থায় কোন মায়ের
যদি কোন রোগ থেকে থাকে তাহলে সেই রোগ সন্তানের হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে চাই
এই কারণে বড়ই পাতার উপকারিতা গর্ভবতীদের জন্য অনেক ভিটামিন সি
সমৃদ্ধ হাওয়াই টন্সি লাইট দিস জিহ্বা ও ঠোঁটের কোণের ঘা এবং ক্যাভি
রোগ দূর করে।
শেষ কথা লেখকের মন্তব্য পাঠকের উদ্দেশ্যে
শেষ কথা লেখকের মন্তব্য পাঠকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনি যদি আসলেই
এলার্জি কিংবা চুলকানির মত রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাহলে অবশ্যই বড়ই পাতা
খেলে আপনি এর প্রতিকার পাবেন। কেননা মহান আল্লাহ তায়ালা কুরআনের কোন
একটা দোয়ার মাধ্যমে মানব জাতিকে বলে দিয়েছে বড়ই পাতার উপকার সম্পর্কে।
তাই আশা করি যতগুলো উপকারিতা আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই এইসব সত্যি এবং
সঠি।
মহান আল্লাহ তায়ালা প্রকৃতির মধ্যে অনেক ধরনের গুনাগুন দিয়ে রেখেছে তাই
কোন প্রকৃতির গাছপালা কে অবিশ্বাস করা আমাদের ঠিক না। এই সকল বিষয় আপনারা
যদি জেনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করবেন। আপনাদের মনের
মন্তব্য বলে যাবেন এই ওয়েবসাইটের প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। প্রিয়
পাঠক এতক্ষণ ধরে এই আর্টিকেল পড়ার জন্য আপনাকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য
কামনা করছি।
Active24 আইটিতে নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url